বিশ্বনাথে ডাকাতির সরঞ্জাম উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১০:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৯৩ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি::বিশ্বনাথে গ্রেফতারকৃত ডাকাতদের নিয়ে পুলিশের অভিযানে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার রাতে উপজেলার নোয়ারাই গ্রামের একটি ডোবা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে থানা পুলিশ।
থানার ওসি রফিকুল হোসেন জানান,গতকাল বুধবার সকালে উপজেলার মদনপুর গ্রাম থেকে আনোয়ার ডাকাত ও তার সহযোগি আশিক আলীকে গ্রেফতার করা হয়। রাতে তাদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কথা মতো নোয়ারাই গ্রামের একটি ডোবা থেকে ডাকাতির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।