বিশ্বনাথে বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৯ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি ::বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়।
বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবারক আলীর সভাপতিত্বে ও সদস্য হাফিজ আরব খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্র রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা সোলেমান হোসাইন, কলেজ প্রতিষ্টাতা সদস্য প্রবাসী আছমত খান, আবদুল কাহার, হাবিবুর রহমান, আবুল কালাম খান, কুতুব আলী, আবদুর রহিম, আবদুল মতিন। বক্তব্য রাখেন সংগঠক আবারক আলী মেম্বার, আমির আলী, ইরন মেম্বার, বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হোসেন। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা। কোরআন তেলাওয়াত করেন ছাত্র আবদুর রকিব।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক প্রভাত দেবনাথ, আক্তারুজ্জামান,মাছুম আহমদ, আনাসুর রহমান, আবদুল আহাদ, হোসাইন মোহাম্মদ এরশাদ,জাহাঙ্গীর আলম,রুহেল আমীন, সুখরঞ্জণ সরকার, মোতাহার হোসেন, মঞ্জুরল হক খান, শাহাদত হোসেন, মোছাঃ লিলি বেগম, এনামুল হক, মোছাঃ নার্গিছ বানু, রইছ উদ্দিন, সংগঠক ইকবাল হোসেন, কাওছার আহমদ তুলাই আবুল খয়ের,আবুল কালাম প্রমূখ।