বিশ্বনাথে মিনি ফুটবল টুর্ণামেন্ট’র উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১০:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১২২৫ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি::বিশ্বনাথে ইউনাইটেড স্পোটিং ক্লাব আয়োজিত ৩য় মিনি ফুটবল টুর্ণামেন্ট ২০১৫ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২টায় উপজেলার বাউসী গ্রামের দক্ষিণের মাঠে উদ্ভোধনী খেলা অনুষ্টিত হয়। এর আগে খেলার উদ্ভোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। উদ্ভোধনী ম্যাচে জাহেদ ফুটবল একাদশ পীরেরবাজার ও রেজাউল ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হয়। এবারের খেলায় ২২টিম তালিকাভুক্ত হয়েছে। উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা আশরাফ মিয়া, সিরাজ আলী, বশর মিয়া, ফয়জুর রহমান, খলিল বেগ, মোহাম্মদ আলী, মাহমুদুল করিম মঞ্জুর, শেখ জাহাঙ্গীর আলম, আবু বক্কর, রাজু মিয়া, সেলিম মিয়া, ইমরাজ, কামরুল ইসলাম, রশিদ, আরফন, আলফু, রাজেদ, জুমেন, তপু, সাইদুল ও টিটু। খেলায় রেফারি’র দায়িত্ব পালন করবেন তরুণ ক্রীড়া সংগঠক আলী আকবর জাহেদ ও তার সহযোগী খিজুর মিয়া। খেলা সুষ্ঠ-সুন্দর ভাবে পরিচালনায় স্থানীয় সকলের সাবির্ক সহযোগীতা চেয়েছেন পরিচালনা কমিটির ওবাইদুর রহমান, পাবেল, রুবেল, মিনার, রেজাউল, রুবেল২, নাজিম, মাসুদ, সাহেদ, রাজন, রাখাল, ও তপু, সদস্য ছোটন বেগ, পাবেল, তয়াইদুল, রনি, আফজল, হৃদয়, ইমাদ, ছাইম, তোহা, জুবেল, রবিন প্রমুখ।