বোমাতংক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৪২ বার পঠিত
যাত্রীরা সব ভয়ে মরে কখন মারে বোমা?-
লাশ হয়ে ফিরবে বাড়ী, নাকি হবে কোমা?
পথচারী যলদি ছুটে কখন যে কি হয়?-
মনের মাঝে সারাবেলা বোমাতংক ভয়।
অভিনব মারণ অস্ত্র পেট্রল বোমা নাম,-
জ্বেলে পুড়ে বিরান করা এমনি তার কাম।
রাজনীতির নবযোগ এ হেন বোমায়,-
কত প্রাণ যে কেড়ে নিল কতবা যায় যায়।
রাজনৈতিক গেঁড়াকলে যতই প্রাণ গেল,-
কেবা নিল তাদের দায়? কেবা দেখতে এল?
ঘর হতে পা বাড়ালেই অকালে প্রাণ ঝরে,-
অসহায় মানুষগুলো বন্দী নিজের ঘরে।
বাইরে পা রাখার আগে পড়ে হাজার দোয়া,-
বোমার ঘায়ে প্রাণপাখি যদিবা যায় খোয়া।
কেউ আবার মন্ত্র পড়ে, করে কত মানত,-
প্রভু আছেন আয়ু দাতা ঘুছে দিতে লানত।
স্বার্থ নিয়ে লড়াই চলে নেতা-নেত্রীর মাঝে,-
তাদের জন্যে বাধাগ্রস্থ নিত্য দিনের কাজে।
নেতা-নেত্রীর দ্বন্দ্বে আজ দেশ মরণ ফাঁদ,-
অনিচ্ছাতে চাপা দিলাম দেশ ঘুরার স্বাদ।
আগুন জ্বলে বাস-ট্রেনে আগুন জ্বলে বনে,-
রাজনীতির রোষানলে আগুন জ্বলে মনে।
সোনার দেশে দলাদলি চাইনা কোন যুদ্ধ,-
মিলেমিশে দেশ গড়ুন মনকে করে শুদ্ধ।।
নিউ ইয়র্ক