ব্লগার অভিজিৎ হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৩০০ বার পঠিত
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যে কায়দায় লেখক হুমায়ুন আজাদকে হত্যা করেছিলো সেই একই কায়দায় মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে হত্যা করেছে। ধর্মীয় মৌলবাদীরা একের পর এক লেখক, প্রতিশীল মানুষদের হত্যা করে কবাংলাদেশকে পাকিস্তানের মতোই একটি জঙ্গি ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। সাম্পদায়িক গোষ্টি অভিজিৎ রায়কে হত্যার মাধ্যমে মুক্তবুদ্ধি চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত করেছে। কিন্তু খুনিরা জানে না, চাপাতির আঘাতে ব্যক্তি অভিজিৎ রায়কে হত্যা করা যেতে পারে কিন্তু তাাঁর আদর্শ, চেতনাকে কখনো হত্যা করা যাবে না। বরং অভিজিৎ রায়ের চেতনা, তাঁর লেখালেখি আরো ছড়িয়ে পড়বে।
বক্তারা অভিজিৎ রায় হত্যার বিচার দাবি করে বলেন, ধর্মীয় উগ্রবাদীরা ঘোষণা দিয়ে একের পর এক মুক্তমনা লেখদের হত্যা করছে কিন্তু হত্যাকারীদের সনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে উগ্রবাদীদের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা দেওয়া হচ্ছে। এই আসকারা পেয়ে খুনিরা আরো বেপোরোয়া হয়ে উঠেছে। একের পর এক বর্বোরোচিত হত্যাকান্ড চালাচ্ছে। বক্তারা হামলায় গুরুতর আহত অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা আহমদের আশু সুস্থতা কামনা করেন।
গণজাগরণ মঞ্চ সিলেটের মখপাত্র দেবাশীষ দেবু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, লেখক-সাংবাদিক অপূর্ব শর্মা, অনলাইন এক্টিভিস্ট রাজীব রাসেল, একুশ তাপাদার, অসিম দাশ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সহিদুজ্জামান পাপলু, প্রগতিশীল ছাত্রনেতা প্রণব পাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সিটি কাউন্সিলর শামীমা স্বাধীন, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, নাট্যকর্মী সুপ্রিয় দেব শান্ত, অনলাইন এক্টিভিস্ট আবদুল বাতিন, জুয়েইরিযাহ মউ, দেবোজ্যেতি দাশ দেবু, তানভীর চৌধুরী পিয়েল, রোজি আক্তার, উত্তরা সেন পম্পা, বিশ্বপা ভট্টাচার্য মৌ, সামিয়া নিপু, অভি হাসান, দিপ্কর দাশগুপ্ত, সপ্তর্ষি দাশ, মো, শাহরিয়ার মজুমদার, পলাশ সেনাপতি, শামসুল আমিন, নাট্যকর্মী রুবেল আহমদ কুয়াশা, দ্বোহা চৌধুরী, অরণ্য রবিন, শুভন ধর, একরমুল হক রকিব, বিপ্লব বণিক, অপু মজুমদার, রাতুল রাহা, শাহ সাজিদুর রহমান শাকিল প্রমুখ। –