মাত্র ৬৯৯ টাকায় ক্যামেরা ফোন ?
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১৩৯ বার পঠিত
তথ্য-প্রযুক্তি ডেস্ক :: এবার কম দামী ফোনের বাজার আসরে মাইক্রোম্যাক্স৷তাদের এ যাবৎ সব থেকে কম দামী ফোন এখন বাজারে৷ সংস্থার নয়া এই ফোনটির নাম মাইক্রোম্যাক্স Joy X1800৷ মাইক্রোম্যাক্সের নয়া এই ফোনটি মাত্র ৬৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা৷
মাইক্রোম্যাক্সের তরফে জানানো হয়েছে, তাদের সব থেকে কম দামী ফোনে ক্যামেরাও থাকবে৷ ১.৭ ইঞ্চি স্ক্রিনের এই কালার ডিসপ্লে’র এই ফোনে থাকবে ৭৫০ এমএএইচ ব্যাটারি৷ পাশাপাশি মাইক্রোম্যাক্সের এই ফোনটি বক্সের বদলে পাউচ প্যাকের ভিতরে গ্রাহকরা পাবেন৷ এছাড়া, ৭৯৯ টাকাতেও মাইক্রোম্যাক্স আর একটি ফোন এনেছে৷ তাদের ৭৯৯ টাকার মডেলটির নাম Joy X1850৷ মাইক্রোম্যাক্সের এই ফোনে উপরের ফোনের সুবিধা সহ থাকবে ১৮০০ এমএএইচ ব্যাটারি৷ এই ফোনটিও পাউচ প্যাকে পাওয়া যাবে।