মাদার তেরেসাকে নিয়ে ভারতের রাজ্যসভা উত্তাল
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:৩৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৩৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক: মাদার তেরেসাকে নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। বিরোধীরা এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করার দাবি করেছেন। অন্যথায় রাজ্যসভায় নিন্দা প্রস্তাব আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার রাজ্যসভায় কংগ্রেস, সমাজবাদী পার্টি, জেডিইউ এমপিদের সঙ্গে বিজেপি এমপি বিনয় কাটিয়ারের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। এ জন্য অধিবেশন ১৫ মিনিটের জন্য বন্ধ করে দিতে হয়।
কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি সবাইকে শান্ত হওয়ার আবেদন জানিয়ে বলেন, মাদার তেরেসাকে সারা দেশের মানুষ সম্মান করে। তার সেবা নিয়েও কারো মনে কোনো সংশয় নেই।
যদিও জেডিইউ নেতা শারদ যাদব নাকভির এই জবাবে সন্তুষ্ট না হয়ে বলেন, সংসদ কক্ষে মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদে একটি নিন্দা প্রস্তাব আনা হবে। সমাজবাদী পার্টি এবং সিপিএমের পক্ষ থেকে এই দাবি সমর্থন করা হয়।
জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপন করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও ব্রায়েন বলেন, মোহন ভাগবতের বিবৃতি সংসদ এবং অন্য ৪৩ জনের অপমান যাদের এ পর্যন্ত ভারতরত্ন উপাধি দিয়ে সম্মানিত করা হয়েছে।
গত সোমবার রাজস্থানের ভরতপুর জেলার বাঝেরা গ্রামে একটি বেসরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত মাদার তেরেসা সম্পর্কে মন্তব্য করে বলেন, মাদার তেরেসা গরীব ও অসহায়দের সেবা করেছেন বটে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে খৃস্টান ধর্মে ধর্মান্তরিত করা।
সূত্র: এনডিটিভি