মৌলভীবাজারে বিদ্যুৎ বিভাগের পিকআপে আগুন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৬:০৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১২১৮ বার পঠিত
মৌলভীবাজারে বিদ্যুৎ বিভাগের একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের শাহ মোস্তফা সড়কের অভিযোগ কেন্দ্রে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক জানান, ভোর সাড়ে ৫টার দিকে অভিযোগ কেন্দ্র অফিসের সামনে রাখা পিকআপ ভ্যানে আগুন দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীকে খবর দেয়। পরে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিকআপ ভ্যানের ইঞ্জিনসহ কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে।
এ ঘটনায় এখন (বেলা ১১টা) পর্যন্ত থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি বলেও জানান ওসি।
মৌলভীবাজার বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী রতন কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।