রোববার থেকে ফের ৭২ ঘণ্টা হরতাল
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১১:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৬০ বার পঠিত
নিউজ ডেস্ক: টানা অবরোধের মধ্যে আগামী রবিবার সকাল ৬টা থেকে আবারও ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। একই সঙ্গে রবিবার সারাদেশে জেলা-উপজেলা ও মহানগরের থানায় থানায় গণমিছিল করবে ২০ দল।
শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।