শিশু হত্যার প্রতিবাদে সিলেটে শিশুদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৭৩০ বার পঠিত
সিলেট, ১০ ফেব্রুয়ারি: অবরোধ-হরতালে চলমান সহিংসতায় শিশু হত্যার প্রতিবাদে বাংলাদেশ শিশু একাডেমী, সিলেট- এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডটিরিয়াম প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধনে চারুকলা, পাঠশালা, মুক্তাক্ষর সহ বিভিন্ন শিশু সংগঠনের সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জিৎ, জহিতা, ঋতুশ্রী, প্রত্যাশা চৌধুরী শ্যামা, লাবিশাহ তানবি, রেদওয়ান জাবির, শান্ত দে, সাজু ইসলাম রাইসা, শর্মা ও ঐশী প্রমুখ।