সহিংসতার বিরুদ্ধে শাবিতে র্যালী গণস্বাক্ষর শনিবার
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১০:১৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৭৬ বার পঠিত
শাবি সংবাদদাতা : ‘জনসাধারনের উপর পেট্রোল বোমা নিক্ষেপসহ সকল সহিংসতার অবসান হোক’ এই ব্যানারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার গণস্বাক্ষর, র্যালী ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করেছে।
সারাদেশে সহিংসতার প্রতিবাদে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র্যালী বের হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুইয়া। পরে সহিংসতার বিরুদ্ধে সাদা কাপড়ের ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য।
সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের আহবান জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি গাজী সাদেক।