সিলেটের বিভাগীয় কমিশনার প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর নতুন একান্ত সচিব-১ (পিএস) নিয়োগ পেলেন সিলেট বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ আব্দুল মালেককে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়। নেত্রকোনার মোহনগঞ্জের কর্মকর্তা সাজ্জাদুল ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। গত বছরের ২ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সাজ্জাদুল হাসানকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল।