সিলেট সফরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১১:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৩৩ বার পঠিত
সংক্ষিপ্ত সফরে শুক্রবার সিলেট এসেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান প্রকৌশলী শাহিনুল ইসলাম খান। সিলেট পৌঁছার পর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়ার পক্ষ থেকে জাতীয় শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে তার আগমন উপলক্ষে বাগবাড়ীস্থ বিউবো রেস্ট হাউজে মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাসসহ সকল নির্বাহী প্রকৌশলীগণ।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শুশুর আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, কার্যকরী সভাপতি বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, মোশারফ হোসেন, লিয়াকত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।