সুনামগঞ্জে অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণের দায়ে ৩ মাসের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১২২৩ বার পঠিত
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াখাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধ ভাবে বিল্ডিং ঘর নির্মাণের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিল্ডিং এর নির্মানকারীকে ৩ মাসের কারাদন্ড ও ৩ হাজার টাকা করিমানা করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও (অঃদাঃ) সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আব্দুল মুকিত চৌধুরীর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্মাণাধীন বিল্ডিং ঘর নির্মানকারী বসিয়াখাউরী গ্রামের মৃত উস্তার খানের ছেলে মোঃ দিলোয়ার খান ওরফে দিলবর খানকে বাংলাদেশ দন্ডবিধির ২৯১ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুর্শেদা জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় অবৈধ ভাবে বিল্ডিং ঘর নির্মাণের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের সত্যতা স্বীকার করেন।