২৫৭ রানে জয়ী দ. আফ্রিকা
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১০:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৮১৩ বার পঠিত
বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ৪০৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৫ উইকেটে এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ৪০৮ রান করেছে প্রোটিয়ারা। এটি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে বারমুডার বিপক্ষে ২০০৭ সালের বিশ্বকাপে ৪১৩ রান করেছিল ভারত।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাংটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে হোল্ডারের বলে ক্যাচ আউট হয়েছেন ডি কোক (১২ রান)। তবে শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। শেষ অবধি এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুতিরতে (১৬২ রান) বড় স্কোর গড়েছে তারা। নির্ধারিত ওভারে ৫ উইকেটে দলটি করেছে ৪০৮ রান। এ ছাড়া আমলা ৬৫, প্লেসিস ৬২ ও রোসোউ ৬১ রান করেছেন।।
দক্ষিণ আফ্রিকা দল : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ডি কোক, ডু প্লেসিস, রোসোউ, ডেভিড মিলার, বেহারডিয়েন, ডেল স্টেইন, অ্যাবোট, মর্নে মর্কেল ও ইমরান তাহির।
ওয়েস্ট ইন্ডজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ডোয়াইন স্মিথ, মারলন স্যাময়েলস, রামদিন, সিমন্স, কার্টার, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, টেলর ও বেন।