অনলাইনের মাধ্যমে সংশোধন করা যাবে জাতীয় পরিচয়পত্র
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১০১১ বার পঠিত
নিউজ ডেস্ক: আজ বুধবার থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করার সুযোগ থাকবে অনলাইনে। ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয় । এই বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন কমিশনাররা ।
আজ মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানান ।
সিরাজুল ইসলাম বলেন, আগামীকাল বুধবার বেলা পৌনে ১২টায় আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে এ প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে ।
কয়েক মাস আগে থেকে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করার প্রক্রিয়াটি হাতে নেয় ইসি । কিন্তু বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে কাজটি শুরু করতে পারেনি তারা । আর এখন টেকনিক্যাল সমস্যার সমাধান করে আগামীকাল থেকেই সেবাটি চালু করতে চায় নির্বাচন কমিশন ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যে, আগামীকাল থেকে পরবর্তী দুই মাস পর্যন্ত অনলাইনে সংশোধনের এ সুযোগটি পাবেন ভোটাররা । আর যাতে করে নাগরিকরা স্মার্ট কার্ড পাওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে পারেন সেই জন্য এই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে ।
কর্মকর্তারা জানান, অনলাইনে ভোটাররা তাদের নিজের নামের বানান, মা-বাবার নামের বানান, ঠিকানা, ছবি, স্বাক্ষরসহ প্রয়োজনীয় সব তথ্য সংশোধন করতে পারবেন ।
এক্ষেত্রে প্রথমে অনলাইনে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন ফরম পূরণ করতে হবে । এরপর পূরণকৃত আবেদনপত্রের সাথে সব প্রমাণাদিসহ তা সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে ।
এই বিষয়ে আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, ইসি সচিব সিরাজুল ইসলাম ও জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ বৈঠক করেন ।
উল্লেখ্য যে, মঙ্গলবার অনলাইনে এনআইডি সংশোধনের বিষয়ে বিস্তারিত জানাতে ইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের কথা ছিল । কিন্তু গতকাল বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ডিসিসি নির্বাচনের ব্যাপারে চিঠি এলে আজকের সংবাদ সম্মেলন স্থগিত করে ইসি । ফলে বুধবার এই বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন ।