ওসমানীনগরে জাতীয় পাটির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: দেশের সংহি¯্র পরিস্থিতির প্রতিবাদে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর নির্দেশে ওসমানীনগর উপজেলা জাতীয় পাটি,জাতীয় যুব সংহতি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দয়ামীর বাজারে উক্ত মানববন্দন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পাটির সহসভাপতি সিদ্দেক আলী । উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ফয়সল এর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয়পিিটর সাবেক সহসভাপতি সুফি মাহমুদ, উপজেলা জাতীয়পাটির সহসভাপতি সিরাজ মিয়া, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মকবুল আলী,জাপা নেতা আব্দুর রব, সৈয়দুল ইসলাম সৈয়দ,প্রফেসার ফয়জুল ইসলাম মাসুক, আব্দুল হান্নান সরকার, আপ্তাব আলী,তেরাব আলী, আজিজুর রহমান,তজমুল আলী, ফয়েজ আহমদ,কটাই মিয়া,সিলেট জেলা যুব সংহতির সহসভাপতি তাজিদ বকস্ লিমন,উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক মো: আশিক মিয়া,সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার একান্ত সচিব শিহাব উদ্দিন তামিম,যুগ্ন আহবায়ক মুকিদ মিয়া, আক্তার মিয়া, আব্দুস শহিদ,উপজেলা যুবসংহতির নেতা নরুল সাদিক, ঝুনুর মিয়া, মায়াদ মিয়া, শাহিন আহমদ, জামাল আহমদ,জায়েদ আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা উলামা পাটির সভাপতি হাফিজ আতাউর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ছালেহ আহমদ, জাপা নেতা শেখ সিদ্দেক আলী, আব্দুল মন্নান,মনফর আলী ,আলী হোসেন,সাইস্তা মিয়া, নুরুল গনি, এনামুল হক,আব্দুল গনি,জিতু মিয়া, মটু মিয়া, আওলাদ আলী, নুর মিয়া, নাজির মিয়া, চান মিয়া, সফিক মিয়া, মানিক মিয়া, মজম্মিল আলী, সাবুল মিয়া, দিলা মিয়া, রফিক মিয়া, আব্দুল বারি, যুব সংহতি নেত্ াশাহেদ আহমদ,নুর হোসেন,মাহমুদ মিয়া,বেলাল আহমদ, মনফর আলী,কওছর আহমদ,মমশাদ আহমদ, শিপন মিয়া, আব্দুল মিয়া, জিলু মিয়া, হালিম আহমদ, রিপন মিয়া, জমির মিয়া, আলাউদ্দিন, আশরাফ মিয়া,নজরুল মিয়া, রাজু খান, বাবু মনিক পাল,জাকির খান, মন্টু পাল,সালামত আলী,আব্দুস শহিদ,ফয়জুর রহমান,আজাদ আমিন,মশাহিদ আলী,ফোরকান মিয়া,শাহেদ আহমদ,লাবলু মিয়া, ফয়সল আহমদ,জাহিদ আহমদ,আলী হোসেন, সুরত আলী,শরিফ আহমদ, ইসলাম উদ্দিন,আমির হোসেন রাহেল মিয়া,মাহবুব আলী,ফখরুল ইসলাম,লাল মিয়া, আলী আহমদ,কাওছার আহমদ,জাকির আহমদ,রুবেল মিয়া,লিমন,শিপু মিয়া, পলাশ দেব,নিবাস দেব, সিলেট জেলা ছাত্র সমাজ নেতা জাহাঙ্গির আলম চৌধুরী, বদরুল আলম প্রমুখ।