বিশ্বনাথে একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৯২ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি::বিশ্বনাথে মর্নিং স্টার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ্উপজেলার চাঁন্দসীর কাপনস্থ একাডেমীর প্রাঙ্গনে একাডেমীর প্রিন্সিপাল সায়েক আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, শরীফ আহমদ ও মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে মিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মর্নিং স্টার ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মুনতাসির আলী, একাডেমীর পরিচালক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র ট্রেজারার মিছবাহ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমীর ৭ম শ্রেণীর ছাত্র রাকিব আলী, পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন আল আমিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- একাডেমীর সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন নোমান, রপিক আহমদ রাজু, নুরুল ইসলাম, মোছা. শেফালী বেগম, অলক কান্তি দে, সেলিম আহমদ, আব্দুস সামাদ, সোমা বেগম, বদরুল আমিন, খাদিজা বেগম, ওমর ফারুক, মনসুর আহমদ, রাজিয়া বেগম, রেশমা বেগম, সাদ্দাম হোসেন, ফরিদা বেগম, কবির আহমদ, আব্দুস শহীদ, ওয়াজ উদ্দিন, আমিনুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে একাডেমী থেকে পিএসসি পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত আপরিহাম ছাদেক, শাহরিন বেগম ও মেহরীন সাদিয়াকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।