মানববন্ধনে রাস্তায় নামলেন শিল্পীরা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৮১৯ বার পঠিত
বিনোদন ডেস্ক: দেশে বিরাজমান অস্থিরতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে ফের রাস্তায় নেমে মানববন্ধন পালন করল ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিএফডিসির প্রধান ফটকের সম্মুখে এই কর্মসূচি পালন করেন বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের সদস্যরা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা হাসান ইমাম, সুব্রত, বাবর, অমিত হাসান, আলীরাজ, ইমন, জায়েদ খান, ববি ও পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান ছাড়াও আরো অনেকে।
বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের পক্ষে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বেশ কয়েক মাস ধরে সারা দেশে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করা হচ্ছে এবং অগ্নিসংযোগের মাধ্যমে নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এটা কোনভাবেই সুশীল ও সভ্যতার লক্ষণ নয় । দেশের সচেতন নাগরিক হিসেবে এটা মেনে নিতে পারি না। তাই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।’
অবিলম্বে এসব ঘৃর্ণ্য কর্মকান্ড বন্ধ করে দেশে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের পক্ষ্য থেকে দুই নেত্রীকে আহবান জানান তারা।