হাতকড়া নিয়ে আসামীর পলায়ন : ২ ঘন্টা পর জনতার হাতে আটক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৬ বার পঠিত
নিউজ ডেক্স:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে হাতকড়া নিয়ে আসামী পালিয়ে যাওয়ার প্রায় ২ ঘন্টা পর স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
শনিবার বিকাল ৩টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সম্মুখ থেকে কামাল (২২) নামের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার পর জনতা বিকাল ৫টায় আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শমশেরনগরের রাধানগর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময়ে ভাদাইর দেউল গ্রামের মাসুক মিয়ার ছেলে কামাল প্রতিপক্ষ লোকদের আক্রমণ করে রক্তাক্ত করেন। উত্তেজনা বাড়তে শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কামালকে হাতকড়া লাগিয়ে ফাঁড়িতে নিয়ে আসে। পুলিশ ফাঁড়িতে প্রবেশের সময় কামাল হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। শমশেরনগরের ফাঁড়ির পুলিশ পেছনে পেছনে গিয়েও কামালকে আটক করতে ব্যর্থ হয়। দুই ঘন্টা পর ভাদাইর দেউল এলাকা থেকে স্থানীয় ইউপি সদস্য হাফিজুল হকের সহায়তায় জনতা আটক করে কামালকে পুলিশে সোপর্দ করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মতিউর রহমান সত্যতা স্বীকার করে বলেন, পালিয়ে যাওয়ার পর তাকে আটক করা হয়েছে।