প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৮১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক::
রানের পাহাড়ে ডুবেগেলো টাইগাররা। বাংলাদেশ ১০ উইকেট হারিয়ে ২৪০ রান নিয়ে পরাজিত হলো লংকান্দের কাছে । বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারের স্বাদ নিল টাইগাররা। টানা সাত ম্যাচের ছয়টিতে জয়ের পর পরাজয় বরণ করলো মাশরাফি বাহিনী। ৪৭ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪০ রানে থামে টাইগারদের ইনিংস। ফলে, ৯২ রানের পরাজয় মেনে নিল টাইগাররা।
এর আগে, ২১তম ওভারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে হেরাথের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন মাহামুদুল্লাহ রিয়াদ। এর আগে, ১৬তম ওভারে হেরাথের বলে রান আউট হয়ে ফিরে যান ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। আউট হওয়ার আগে তিনি ২৯ রান করেন। ৩০ ওভারে বাংলাদেশের দলীয় সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৪৫ রান।
সবশেষে মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটটি খোয়ানোয় ৩৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা টাইগারদের লক্ষ্যে পৌঁছানো ধীরে ধীরে দুঃসাধ্যই হয়ে পড়ছে। হাতে মাত্র মিডল-লোয়ার অর্ডারের পাঁচ ব্যাটসম্যান। শুরুতেই হোঁচট খায় তামিম ইকবাল, ০(২) । লংকানদের বেধে দেওয়া ৩৩৩ রানের টার্গেটে বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়। তবে, ইনিংসের দ্বিতীয় বলে মালিঙ্গার বলে বোল্ড হন তামিম। এর আগে যে চারটি ম্যাচে টাইগাররা লংকানদের হারিয়েছিল সবগুলোই ছিল রান তাড়া করে জয়। এর আগে টস হেরে ক্যাচ মিসের মহড়া দিয়ে আর বাজে ফিল্ডিংয়ের উদাহরণ তৈরি করে টাইগাররা লংকানদের বড় সংগ্রহ গড়তে বারবার সুযোগ দেয়। আর সে সুযোগকেই কাজে লাগিয়ে ৩৩২ রান করে শ্রীলংকা । ম্যাচসেরা হয়েছেন তিলকরত্নে দিলশান ।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা: ৩৩২/১, ওভার: ৫০
তিলকরত্নে দিলশান – ১৬১*(১৪৬)
কুমার সাঙ্গাকারা – ১০৫* (৭৬)
বাংলাদেশ : ২৪০/১০, ওভার:৪৭
সাকিব আল হাসান ৪৬(৫৬)
মুশফিকুর রহিম ৩৬(৩৮)
সাব্বির রহমান ৫৯(৬২)