আফগানিস্তানে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৪:৩৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৫৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তুষার ধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে । আজ বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা বলেন । বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে কাবুলের উত্তরে পাঞ্জশির প্রদেশে । প্রদেশটিতে অন্তত ২৬৮ জনের মৃত্যু হয়েছে ।
ভারপ্রাপ্ত প্রাদেশিক গভর্নর আবদুল রহমান এএফপিকে এ কথা বলেন ।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে অবস্থিত পাঞ্জশির প্রদেশে তুষারধসের ঘটনায় মসজিদ, স্কুল ও প্রায় ১০০ বাড়ি ধ্বংস হয়েছে । মৃদু শীতের পর হঠাৎ করেই তুষারপাতের ঘটনায় স্থানীয় অধিবাসীরা অবাক হয়েছেন ।
আফগানিস্থানের উত্তরাঞ্চলে এ ধরনের তুষারধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে । আর তাতে বহু মানুষের প্রাণহানিও ঘটে । ২০১০ থেকে ২০১২ সালে মধ্যে বেশ কয়েকবার এমন মারাত্মক তুষারধস হয়েছে । তবে গভর্নর বলছেন, পাঞ্জশির প্রদেশের লোকজন গত তিন দশকে এমন মারাত্মক তুষারধস দেখেনি বলেও মন্তব্য করেন তিনি ।