আওয়ামী লীগ নেতার বাড়িতে থেকে ৬টি চোরাই গরু উদ্ধার! আটক-১
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫ ইং, ৩:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলা দক্ষিণ কালনিচর থেকে ৬টি চোরাই গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে সাদীপুর ইউনিয়নের সাবেক মেম্বার উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শাহাজান আলীর নিজ বাড়ি থেকে গরুগুলো উদ্ধারসহ তার চাচাতো ভাই জুয়েল মিয়াকে আটক করে পুলিশ। এঘটনায় শুক্রবার রাতে চারজনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ১৭। মামলার আসামিরা হলেন- কালনিচর গ্রামের আজর আলী (৪৫) আজম আলী (৪৫),নবীগঞ্জ থানার জালালগঞ্জ গ্রামের আবরুজ মিয়া (৫৪)। সহ চার জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে থানায় মামলা রুজু হয়েছে।
কালনিচর গ্রামের একাধিক বাসিন্দারা জানান, আমাদের এলাকা থানার সীমান্তবর্তী এলাকা হওয়ার শাহাজান মেম্বারের সেল্টারে তার চাচাতোভাই আজম আলী, আজর আলী ও জুয়েল লোকজনরা শাহাজান আলীর বাড়িতে রেখে দীর্ঘদিন ধরে চোরাই গরুর ব্যবসা করে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রামবাসী প্রতিবাদ করতে চাইলে শাহাজান আলী কর্তৃক গ্রামের একাধিক ব্যাক্তি নানা রকম হয়রানীর স্বীকার হয়েছেন। শক্রবার ৬টি চোরাই গরু বাড়ি লুকিয়ে রাখার সময় স্থানীয়রা দেখে থানা পুলিশকে খবর দিলে থানার এস আই আনোয়ার শাহজাহান আলীর বাড়িতে গিয়ে ৬টি গরুসহ জুয়েলকে আটক করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মুরসালিন চোরাই গরু উদ্ধার ও এক ব্যাক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।