আজ খালেদার সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ১০:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স::চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ২০ দলের অবস্থান নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। বিকাল ৪টায় তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গতকাল এক বিবৃতিতে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের সংবাদ সম্মেলন থেকে চলমান আন্দোলনের কর্মসূচিতে বৈচিত্র্য আনার সম্ভাবনা রয়েছে। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেই নতুন কর্মসূচি যোগ হতে পারে।
এছাড়া চলমান আন্দোলনে বিরোধী জোটের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন ও ক্ষয়ক্ষতির ব্যাপারসহ সার্বিক পরিস্থিতি সংবাদ সম্মেলনে তুলে ধরতে পারেন জোট নেত্রী।