আজ জুড়ী উপজেলা উপ-নির্বাচন : প্রতিদ্বন্ধিতা করছেন ৬জন
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ১০:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৫৩ বার পঠিত
জুড়ী সংবাদদাতা::আজ রোববার (২৯ মার্চ) জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। উপজেলার ছয় ইউনিয়নে ৩৮টি ভোটকেন্দ্রের আওতায় ভোটার রয়েছেন ৮৯৪০১ জন।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ছয়জন প্রার্থী। তাঁরা হলেন- আনারস প্রতিক নিয়ে মো: বদরুল হোসেন, ঘোড়া প্রতিক নিয়ে গুলশান আরা মিলি, হেলিকপ্টার প্রতিক নিয়ে মো. গিয়াস উদ্দিন, মোটরসাইকেল প্রতিক নিয়ে হোসনে আরা বেগম, কাপ-পিরিচ প্রতিক নিয়ে মো. তাজুল ইসলাম ও দোয়াত-কলম প্রতিক নিয়ে আব্দুল মুহিত শিপলু।
সহকারী রিটার্নিং ও জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ র্যাব, বিজিবি’র পর্যাপ্ত সদস্য রয়েছে। আশা করি কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে।