আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাডফোর্ড যুবদলের সভা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৭:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৯০২ বার পঠিত
নিউজ ডেক্স::আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২৩ ফেব্রুয়ারি ব্রার্ডফোর্ড যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা স্থানীয় পাপড়িকা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ব্রাডফোর্ড যুবদলের আহ্বায়ক রুহেল মিয়ার সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক আদনান আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাডফোর্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ফয়জুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাডফোর্ড বিএনপির সদস্য সচিব নুরে আলম রাব্বানী, ব্রাডফোর্ড বিএনপি নেতা রায়হান আলী মনির।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাডফোর্ড যুবদলের সদস্য আব্দুস শহীদ, তুহিন মিয়া, লিলু মিয়া, তছির আলী, জুনেদ চৌধুরী, নুরে আলম রাব্বি, জাসাস নেতা শানু মিয়া, মকবুল মিয়া, রায়হান আলী মনির প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য সালাম, বরকত রফিকসহ বাংলার দামাল ছেলেরা জীবন বিলিয়ে দিয়েছিলো। তাদের আতœত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি।
ভোটারবিহীন একটি নির্বাচনের মধ্যে দিয়ে জনগনের ম্যান্ডেট না দিয়ে আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছে। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে তাতে সাধারণ মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। র্যাব কর্তৃক গুম, খুন আর ক্রসফায়ারের ঘটনা রক্ষীবাহিনীকেও ছাড়িয়ে গেছে। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
বক্তারা দেশে শাস্তি শংৃৃখলা ও আইনের শাসন কায়েম করতে শেখ হাসিনাকে পদত্যাগ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারে অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রাডফোর্ড কমিউনিটি নেতা মকবুল হোসেন, মিরাস আলী, বিএনপি নেতা শফিক মিয়া, লিলু মিয়া, মকলিছ আলী, ব্রাডফোর্ড যুবদলের অন্যতম সদস্য আব্দুল হেকিম, বাবুল হোসেন, সিতাব আলী, আমির আলী, সাদিকুর রহমান, আব্দুল মালিক, রুবেল মিয়া, মাহবুবুর রহমান হারুন প্রমূখ।