আন্দোলন অব্যাহত থাকবে: খালেদা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৬:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৮০৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: তিপ্পান্ন দিন পর নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসে ‘যৌক্তিক পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত’ আন্দোলন অব্যাহত রাখার কথা বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দেশে গভীর সংকট চলছে মন্তব্য করে এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেছেন তিনি।
খালদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা দ্রুত নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেও তা রাখেননি।
তার সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ৫ জানুয়ারির পর বিএনপির আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব্য করে ২০ দলীয় জোট নেত্রী।
শুক্রবার বিকালে গুলশানে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিন থেকে লাগাতার অবরোধ ডেকে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত দুই মাস ধরে এ কার্যালয়েই তিনি অবস্থান করছেন।
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর বিকাল পৌনে ৫টায় তার এই সংবাদ সম্মেলন শুরু হয়।
গত ১১ ফেব্রুয়ারি থেকে গুলশান কার্যালয়ে প্রবেশে ‘কড়াকড়ি’ থাকলেও সংবাদ সম্মেলনের কারণে শুক্রবার দুপুরের পর থেকে সাংবাদিকদের গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কে খালেদা জিয়ার ওই কার্যালয়ে ঢুকতে দেয় পুলিশ।
গত ১৯ জানুয়ারি এই কার্যালয়েই খালেদা জিয়া সংবাদ সম্মেলনে এসেছিলেন।
এরপর একাধিকবার দলের শীর্ষ নেতাদের মাধ্যমে বিবৃতি পাঠালেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি।