আব্বাছ আলী চেয়ারম্যানের সাথে দৌলতপুর ইউনিয়নের প্রবাসীদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ১২:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য সফররত সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নংদৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্বাছ আলীর সাথে এক মতবিনিময় সভা করেছে বার্মিংহামের প্রবাসী বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন বাসী|দৌলতপুর ইউনিয়নের প্রবীন মুরব্বি আব্দুল আহাদের সভাপতিত্বে এবং যুবনেতা রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বি নুরুজ্জামান, নুয়াব আলী, জমির আলী, কমিউনিটি নেতা আব্দুল আজিজ গিলমান,ডাক্তার আবুল কাহার টিপু,যুবনেতা গুলজার আহমদ ফয়সাল, কায়সার আলী শাহীন, বুরহান উদ্দিন, ফজর আলী,লাল মিয়া,শাহীন আহমদ, আব্দুল কায়উম,শফিকুল ইসলাম রাজা, তসকির আলী,আবু বক্কর,আলমাস আলী, জুয়েল মিয়া,জাহাঙ্গীর আলম,জিতু মিয়া, খালেদ মিয়া শিমুল,জাহিদ মিয়া,জুনেদ হুসেন প্রমুখ| সভায় বক্তারা এলাকার উন্নয়নে আব্বাছ আলী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন| সভার শুরুতে কোরআন তেলায়াওত করেন যুবনেতা মকদ্দুস আলী