‘আমি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে চাই’
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৫ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৫ বার পঠিত
নিউজ ডেস্ক::১৪ দলের মুখপাত্র ও সরকারের স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্য মন্ত্রী বানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চাইছি, আমি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে চাই। আমার মনে হয় খালেদা জিয়া পাগল হয়ে গেছেন। আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে’ বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জঙ্গী নেত্রী আখ্যা দিয়ে তিনি বলেন, বেগম জিয়া পূর্বে ছিলেন গনতন্ত্রের মানুষ মেরে এখন হয়েছেন জঙ্গীর নেত্রী। খালেদা জিয়া কার্যালয়ে বসে রিমোট কন্ট্রোল দিয়ে মানুষ হত্যা করছেন বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রী আরো বলেন খালেদা জিয়ার স্ব-ঘোষিত হরতাল হয়না। তার হরতাল মানেই রাস্তায় তীব্র যানজট। মানুষ এই তথাকতিথ কর্মসূচি প্রত্যাখ্যান করে ‘ভয় কে জয় করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ধ্বংস যজ্ঞ চালিয়ে দেশের উন্নয়নের পথ রুদ্ধ করতে হত্যা লীলায় মেতেছেন বেগম জিয়া। এটা কোন মগের-মুল্লোক হতে পারেনা যে তিনি আইন ও বিচার মানবেননা। নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তার বক্তব্যে বলেন, বিএনপি নেত্রী অফিসে বসে বোমার ফর্মূলা দিচ্ছে। তার(খালেদা) বাড়ী সার্চ করতে প্রধানমন্ত্রীর প্রতিও অনূরোধ জানান মায়া। তিনি বলেন, এটা দেশ ও মানুষের নিরাপত্তার প্রশ্ন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, নৌ- পরিবহণ মন্ত্রী শাজাহান খান, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক স্ব-রাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।