আ’লীগ নেতা আনম শফিককে দেখতে গেলেন জাপা নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৫ ইং, ৮:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৯২৬ বার পঠিত
নিউজ ডেক্স::বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অসুস্থ আ.ন.ম শফিকুল হককে দেখতে তাঁর বাসভবনে যান সিলেট জেলা জাতীয় পার্টির নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাপা নেতারা তাঁর বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট-৩ আসনের সমন্বয়কারী ও জেলার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবিব মঈন, জাপা নেতা, নাজমুল ইসলাম, বাশির আহমদ, দৌলা মিয়া, আবুল কালাম আজাদ প্রমুখ।