আ.লীগ নেতার সততা…
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০১৫ ইং, ৩:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৫ বার পঠিত
নিউজ ডেস্ক: ফরিদপুরের সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় কুড়িয়ে পাওয়া ২০ ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিলেন সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর এবং জেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবু। স্বর্ণের মালিক ঢাকার মিরপুরের মো. মনিরুজ্জামান মিজানের স্ত্রী সেলিনা আক্তার (৩২)।
জানা যায়, ওই দম্পতি শুক্রবার ফরিদপুর শহরের আলীপুর এলাকায় একটি বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে রাত ১০টার দিকে নিজস্ব প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন। পথে সদর উপজেলা পরিষদের সামনে গাড়িটির পেছনের ডালা খুলে স্বর্ণালংকারের ব্যাগসহ দুটি ব্যাগ পড়ে যায়।
এ দিকে ওই সময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর এবং জেলা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবু ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ব্যাগ দুটি কুড়িয়ে পান। ব্যাগের মধ্যে স্বর্ণালংকার দেখতে পেয়ে অপর ব্যাগে থাকা মোবাইলের সাহায্য নিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করেন নেতারা।
শনিবার সকালে ফরিদপুর পুলিশ সুপার মো. জামিল হাসানের উপস্থিতিতে আ.লীগ নেতারা স্বর্ণালংকারগুলো মালিককে ফিরিয়ে দেন।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর সকল শ্রেণি-পেশার মানুষের কুড়িয়ে পাওয়া সামগ্রী যত মূল্যবান হোক তা মালিককে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।