ইন্টারনেটে কৃষকদের কৃষি পরামর্শ দেওয়ার উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ১২:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৮০৯ বার পঠিত
ঢাকা: ইন্টারনেট সেবা ব্যবহার করে কৃষকদের কৃষি পরামর্শ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর তাই ইন্টারনেট সুবিধা সহজলভ্য করতে কাজ করছে সরকার। তবে যাদের জন্য এ উদ্যোগ, সেই কৃষকের অনেকেরই, ন্যূনতম ধারণা নেই এই ইন্টারনেট সেবা সম্পর্কে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষক নয় বরং যারা কৃষি নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করেন তাদের হাতে এই সুবিধা পৌঁছে দিলেই উপকৃত হবে কৃষক। দেশকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এমনকি কৃষিকেও আনা হয়েছে তথ্য প্রযুক্তির আওতায়। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের দেয়া হচ্ছে নানা কৃষি তথ্য। তবে সরকারের সে উদ্যোগ কতটা কৃষকবান্ধব, সে প্রশ্ন রয়েই গেছে। মাঠ পর্যায়ে কাজ করে এমন কয়েকজন কৃষকের কাছে প্রশ্ন ছিল, ইন্টারনেট কীভাবে ব্যবহার করতে হয়? উত্তরেই বোঝা যাচ্ছিলো, এর সম্পর্কে কতটা অজ্ঞ তারা। যে দুয়েকজনের এ সম্পর্কে ধারণা আছে, তারাও আগ্রহী নন এই সেবা নিতে। এমনকি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রেও যান না কৃষকেরা। ধামরাই ইউনিয়ন তথ্য সেবাদাতা শামীম হোসেন বলেন, ‘কৃষকেরা আসলে চিন্তা করতে পারে না যে প্রযুক্তির ব্যবহার করেও তাদের সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে।’ যেখানে তথ্যপ্রযুক্তি সম্পর্কে দেশের অধিকাংশ কৃষকেরই নেই ন্যূনতম কোন ধারণা। সেখানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের যে উদ্যোগ, সে উদ্যোগ কতটা সফলতা পাবে সেটিই প্রশ্নের সম্মুখীন। তারপরও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কৃষক যাতে কৃষি সমস্যার সমাধান করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আমরা ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রগুলোতে দ্রুতগতির ইন্টারনেট, ই-লার্নিং সেন্টার তৈরি করার জন্য সকল প্রক্রিয়া হাতে নিয়েছি।’ তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষক নয়, কৃষি ও কৃষক নিয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কাছে এই প্রযুক্তি সহজলভ্য করা গেলেই সুফল পাবে প্রান্তিক কৃষক। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইসিসি পরিচালক অধ্যাপক নুর মো. রহমতুল্লাহ বলেন, ‘সকল রকম ব্যবস্থাপনা আছে। এগুলোকে এখন শুধু চালু করা দরকার।’ ইন্টারনেট সেবা আরো সহজলভ্য করতে ব্রডব্যান্ড সংযোগ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার ওপরও গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা।