এমসি কলেজের মাঠ থেকে বিদেশি রিভলবার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫ ইং, ৬:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৭১৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডটকম নিউজ ডেক্স::সিলেটে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর এমসি কলেজ মাঠের উত্তর পূর্ব কোণের খালি জায়গায় কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা রিভলবারটি শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) জালাল উদ্দিন আহমদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।