ওসমানীনগরের বাস চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে বাস চাপায় মারুফ মিয়া (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। রবিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পালপাড়া এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে মারুফ তার মায়ের সঙ্গে স্থানীয় কমিউনিটি সেন্টারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মারুফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাস ও চালককে স্থানীয় জনতা আটক করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকার সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।