ওসমানীনগরের সোয়েব ও কারীমা বৃত্তি পাওয়ায় এলাকায় আনন্দের বন্যা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০১৫ ইং, ৪:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে হযরত তাজউদ্দিন (রা:) কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী আপন দুই ভাই-বোন চলতি বছরের পঞ্চব শ্রেনীর সাধারণ বৃত্তি লাভ করেছে। মো: শিহাবুর রহমান সোয়েব ও তাঁর বোন মোছা: মরিয়ম আক্তার কারিমা বৃত্তি লাভ করায় আধাঁর ঘরে চাঁদের আলোর জন্ম দিয়েছে। মধ্যবৃত্ত পরিবারের মধ্যে ভাই-বোনের এ কৃতিত্ব শুধু পরিবারে নয় গোটা এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ছে। পাড়ার লোকজনের মধ্যে অনেকেই মিষ্টি নিয়ে তাদের বাসায় গিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছেন। সোয়েব ও কারীমার পিতা উপজেলার নশিরপুর গ্রামের মো: মকবুল হোসেন পংকি। তিনি দীর্ঘদিন ধরে শেরপুর নতুন বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী তাঁর স্ত্রী শাহ তাছলিমা বেগম পেশায় গৃহীনী । তাদের স্বপ্ন শুধুমাত্র ছেলে-মেয়েদের লেখাপাড়া করিয়ে মানুষ করে গড়ে তোলা। ৫ম শ্রেনীর সাধারণ বৃত্তি ও পূর্বে সমাপনী পরিক্ষায় জিপিএ-৫ লাভ করে পিতা-মাতার লক্ষ্য বাস্থবায়নের আশার সঞ্চার যুগিয়েছে সোয়েব ও কারীমা। ভাই-বোন দুইজনই ভবিষ্যৎতে ডাক্তার হতে আগ্রহী। ভাল ফলাফলের জন্য তারা বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবার কাছে কৃতজ্ঞ।
মকবুল হোসেন পংকি জানান,আমার জীবনের সকল শ্রম ও উপার্জনের পিছনে একটাই লক্ষ্য ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষিত গড়ে তোলা। জানিনা এ স্বপ্ন পূরন হবে কিনা তবুও শরিলের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরন করার চেষ্ঠা চালিয়ে যাব। এ জন্য আমি সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমার সন্তানদের জন্য দোয়া কামনা করছি।