ওসমানীনগরে ক্ষুদ্র ব্যবসায়ী খুন অপর একজনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৫ ইং, ৪:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনর থানার সামনে নিজ ব্যবসা প্রতিষ্টানে মন্টু দেব (৪৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি উপজেলার তাজপুর ইউপির ইলাশপুর গ্রামের মৃত গিরিজা দেবের ছেলে। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ওসমানীনগর থানার সামনের মিন্টু কুমার পালের মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্টার থেকে পুলিশ মন্টু দেবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মন্টু দেব রোববার রাত ১২টার দিকে তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে ওসমানীনগর থানার নব নির্মিত ভবনের লেবার রাজু নামের এক ছেলেকে সাথে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন মন্টু দেবের দোকানে চা পান করতে এলে দেখা যায় মন্টু দেবের দোকানের সাঁটার খোলা এবং দোকানের ভেতর তার লাশ পড়ে রয়েছে। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ মন্টু দেবের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় নিহত মন্টু দেবের মুখের ভেতর মাফলার ঢুকানো ও গলার বাম পাশে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। ঘটনার পর থেকে রাজু নামের ছেলে পলাতক রয়েছে।
এদিকে, কাচা মিয়া (৪০) নামের ব্যক্তির লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। সে উপজেলার গোয়ালাবাজার ইউপির পূর্ব ব্রাহ্মণ গ্রামের মৃত তৈয়ব উল¬ার ছেলে। সোমবার ভোরে নিহতের বাড়ির সামনের পুকুর পাড় থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। পুলিশ ধারণা করছে কাচা মিয়া নারিকেল গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মুরসালিন ব্যবসয়াী খুন ও অপর জনের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে রাজু নামের পলাতক সেই ছেলে ব্যবসায়ী মন্টু দেবকে রাতের যে কোন সময়ে হত্যা করে পালিয়ে যায়।
তিনি বলেন, মন্টুকে খুনের পর দোকান থেকে প্রায় ৫ হাজার টাকা ও ফ্ল্যাক্সিলোডের একটি মোবাইল ফোন নিয়ে গেছে ঘাতক। হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।