ওসমানীনগরে ট্রাক উল্টে শ্রমিক নিহত, আহত ২
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫ ইং, ৬:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার উমরপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত ইসুফ উল্যার পুত্র করিম উল্যা (৪২)। এ ঘটনায় আরোও দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মজলিশপুর-হামতনপুর নবনির্মিত সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন ধরে মজলিশপুর গ্রামের রফিক মিয়ার সাথে মজলিশপুর-হামতনপুর সড়কে ট্রাক দিয়ে সড়ক নির্মাণে কাজ করে আসছিলেন করিম উল্যা। প্রতিদিনে মতো গতকাল সকালে মাটির কাজে আসেন শ্রমিকরা। সকাল সাড়ে ৯টায় ট্রাক যোগে মাটি আনতে যাওয়ার পথে হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলে উল্টে যায়। এতে করিমসহ আর দুই শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত ডাক্তার করিম উল্যা কে মৃত ঘোষনা করেন।