ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষের আহত ১০,আটক ২
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৫ ইং, ৬:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০০৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তন ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার দয়ামীর ইউনিয়নের রাগবপুর গ্রামের ফয়েজ মিয়া ও নুর মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ ইলিয়াছ মিয়া ও আজাদ মিয়া কে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রাগবপুর গ্রামের ফয়েজ মিয়ার সাথে একই গ্রামের নুর মিয়ার সাথে পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে থানার এস আই সনক কান্তি বলেন,এ ঘটনায় উভয় পক্ষের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।