ওসমানীনগরে ব্যবসায়ী খুনের ঘটনায় ঘাতক রাজুসহ গ্রেফতার দুই
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ৩:২১ অপরাহ্ণ | সংবাদটি ৭৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে থানার সামনে ব্যবসায়ী মন্টু দেব (৪২) খুনের ঘটনায় ঘাতক রাজু সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা তাজপুর ও রবিদাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-নেত্রকোনা জেলার মদন থানার বাগমারা গ্রামের আবদুর নুর সবুজে পুত্র মাছুম আহমদ রাজু (১৯) ও ওসমানীনগর উপজেলার রবিদাস গ্রামের চুরত মিয়ার পুত্র আবদুর রহিম (২২)। তাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা রয়েছে।
থানার এস আই সনক আটকের সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাজু খুন ঘুমন্ত মন্টুকে চাকু দিয়ে কুপিয়ে খুন করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে আবদুর রহিমকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত,উপজেলার ইলামপুর গ্রামের মন্টু দেব গত রবিবার রাত ১২টার দিকে তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে ওসমানীনগর থানার নব নির্মিত ভবনের লেবার রাজু নামের এক যুবককে সাথে নিয়ে ঘুমিয়েছিলেন। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন মন্টু দেবের দোকানে চা পান করতে এলে দেখা যায় মন্টু দেবের দোকানের সাটার খোলা এবং দোকানের ভেতর তার লাশ পরে রয়েছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পুত্র নবীন দেব বাদি হয়ে রাজু নামক ব্যাক্তির নাম উল্লেখ করে গত সোমবার রাতে মামলা দায়ের করেন। মামলা নং ১৪।