ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৫ ইং, ৩:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৫ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর::সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগর উপজেলায় বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ২৬শে মার্চ সকালে উপজেলা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠনগুলোর উদ্যোগে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান হয়েছে। উপজেলার গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ,মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালী,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এছাড়া উপজেলার অধিকাংশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে মহান স্বাধিনতা দিবস পালন করা হয়েছে। সকাল ৯টায় উপজেলার ১৪৬ নং মোহাম্মদপুর সরকারী প্রাথিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র্যালি অনুষ্টিত হয়। দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন। সুয়েব আহমদ ও সহকারী শিক্ষক বশির আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমিন। বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ,বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই মশাহিদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মশরব আলী,শিক্ষানুরাগী সদস্য রুহেল আহমদ,ভূমিদাতা আনোয়ার মিয়া, উমপুর ইউনিয়ন আ’লীগ নেতা আলাউর রহমান,ফারুক আহমদ,প্রবাসী শাহিন আহমদ,জগলু মিয়া,আকদ্দুছ আলী,আব্দুল কাইয়ুম তুতা,আব্দুল মান্নান,সমাজসেবক হেলাল আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সঞ্চিতা দাস লক্ষি,লিজা বেগম,লাভলী বেগম,সুয়েব আহমদ প্রমুখ। সভায় বক্তারা বিদ্যলয় প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম স্বাধিনতা দিবস পালন করে স্থানীয় বাসিন্দাদের একটি সুন্দর অনুষ্টান উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য বিদ্যালয় পরিচালনা কিমিটির সভাপতি আনোয়ার হোসেনকে ধন্যবান জানান।সভাশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী সুমাইয়া সিদ্দিকা, আবদ্দুল্লাহ সোয়েব ও আনিছা সিদ্দিকাসহ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করে স্থানীয় শিল্পীবৃন্দ। বিকাল ৩টায় উপজেলার গোয়ালাবাজারে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন আ’লীগ নেতা এপতিয়ার হোসেন পিয়ার,আব্দুল মতিন চৌধুরী, পীর মজনু মিয়া,শাহ নুর রহমান শানুর,সৈয়দ নেছাওর আলী,ফেরদৌস খান,উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। উপজেলার হযরত শাহজালাল (রহ.) ফাযিল মাদরাসার পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয়ভাবে স্বাধীনতা দিবস সম্মাননা-২০১৫ অর্জন করায় তাঁকে এক সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। মাদরাসার শিক্ষক মাওলানা অলিদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, হাজী বাতির মিয়া প্রমুখ। সভায় কুরআন তেলাওয়াত করেন, জুনেদ আহমদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করে জাবেদ আহমদ।