ওসমানীনগরে শহীদদের স্বরণে আওয়ামী তরুনলীগের র্যালী ও সভা
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৬:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:সিলেটের ওসমানীনগরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বরনে উপজেলা তরুনলীগের উদ্যোগে সোমবার র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। র্যালিকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড থেকে নেতা-কর্মীরা গোয়ালাবাজার এসে জরো হন। বিকাল ৪টায় সহ¯্রাধিক নেতা-কর্মীদের নিয়ে মিছিলটি শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্ব পূর্নস্থান প্রদিক্ষণ করে দক্ষিন গোয়ালা বাজার এলাকায় আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা তরুনলীগের আহবায়ক মকসুদ আহমদ। উপজেলা তরুনলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লাল মাহমুদ,আ’লীগ নেতা লিলু মিয়া, সিলেট জেলা আওয়ামী তরুন লীগের সভাপতি রন চন্দ্র দেব,সাধারণ সম্পাদক এমরান হোসেন বাবুল,সহসভাপতি কাজী সাব্বির আহমদ, জব্বার আহমদ পাপু, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, আশফাক আহমদ বাপ্পী, থানা যুবলীগের সদস্য আব্দুস শহিদ,সেবুল আহমদ, কাওছার আহমদ, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ছাত্রলীগের সিনিয়র নেতা মিজানুর রহমান,তরুনলীগের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ, সাজন আহমদ, আপ্তাব আলী, খালেদ আহমদ, শাহরিয়া আহমদ শাহেল, রেজান আলী, সাব্বির আহমদ, সায়েল আহমদ, আব্দুল জলিল, জাকির আহমদ। উপস্থিত ছিলেন জেলা তরুনলীগ নেতা আব্দুর রহিম,সুমন আহমদ, আব্দুস ছোবহান, শিপন আহমদ, সালেহ আহমদ, সাজ্জাদুর, জামাল, নজরুল, সাবু, ছান্দালী, তরুন মিয়া, আঙ্গুর মিয়া, হুশিয়ার আলী, আকিক, ইমন, কাজী শাকির, সামাদ, মুস্তাকিন, শফু, আজাদ, আব্দুল আলীম, আল আমিন, রায়হান, ফারহান, জানু, জুনেদ, জাবেদ, আজিজুর, দোলাল, রেজবুল, টিটু, মিজান. সুহেল, মোস্তফা, নজরুল চৌ, হালিম,পলক প্রমূখ।