ওসমানীনগরে সমাজ কল্যান সংস্থার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৬:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি :সিলেটের ওসমানীনগরে পাঁচপাড়া আদর্শ সমাজকল্যান সংস্থা নামের একটি কল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার উপজেলার পাঁচপাড়া গ্রামের হাজী আরুক আহমদের বাড়িতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে পাঁচপাড়া গ্রামের নামে পাঁচপাড়া আদর্শ সমাজ কল্যান সংস্থা নাম করণ করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সংস্থার উপদেষ্টা হিসেবে রয়েছেন আলাউদ্দিন চৌধুরী, হাজী আব্দুর রহমান, শহিদ উল্লা শাহ, মসুদ মিয়া, মিনার আহমদ চৌধুরী, নজমুল হোসেন চৌধুরী মটুক, আফরুজ আলী, জফর মিয়া, মোহাম্মদ আব্দুর নুর লালু, শাহ সোয়াইব আলী, কামাল আহমদ, উসমান আলী, শাহ আবুল লেইছ মনছু মিয়া তালুকদার, দুলু মিয়া তালুকদার।
সংস্থার কর্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আয়াছ, সহ-সভাপতি হাজী আরিফ আহমদ অরুক, আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক আক্তার উজ্জামান হেলন, সহ- সাধারণ সম্পাদক শাহ আমিনুর রহমান জামিল, সেবুল মিয়া, শাহ জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহ ময়নূল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলু আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আকিক চৌধুরী, ক্রিড়া সম্পাদক আনছার আহমদ, সহ-ক্রিড়া সম্পাদক শাহ জাহান আহমদ, প্রচার সম্পাদক শাহেদ আহমদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক জায়েদ আহমদ, আব্দাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন আহমদ, আপায়্যান সম্পাদক মাহিন সিদ্দিকি, সহ-আপায়্যান সম্পাদক কাওছার আহমদ।কার্যকরী সদস্যরা হচ্ছেন শাহীনুর, রিপন আহমদ, মিফতা আহমদ, সিদ্দেক আলী, খলকু মিয়া, হাবিব আহমদ, সাবেল আহমদ, সবুজ আলী, আনহার মিয়া, হান্নান মিয়া, রুশমান মিয়া, আলতা মিয়া, এমদাদুর রহমান রাজা চৌধুরী মঞ্জু, হাবিব চৌধুরী, দিলাল চৌধুরী, শাকিব চৌধুরী, জনি আহমদ, জুনেদ আহমদ চৌধুরী, জাহেদ আহমদ চৌধুরী, ছালিম আহমদ, রুহেল আহমদ, জাবেদ আহমদ প্রমূখ।