ওসমানীনগরে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সভা
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৫ ইং, ৮:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৬০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার তাজপুর বাজারে সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তব্য রাখেন,আওয়ামী লীগ নেতা এপতার হোসেন পিয়ার, সায়্যিদ আহমদ বহলুর, সতেন্দ্র কুমার পাল তোফাজ্জল হোসেন,উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল,উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক দিলদার আলী, যুবলীগ নেতা বেলাল আহমদ।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলী,আ,লীগ নেতা শাহ ইসমাইল,মনির মিয়া,আব্দুল হাই মেম্বার ছাড়াও উপজেলা আ,লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।