কলকাতায় স্বর্ণপদক পাচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৫ ইং, ৯:৪৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৭১৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: ‘হ্যালো কলকাতা’ ও ‘আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্স সোসাইটি’ উদ্যোগে স্বর্ণ পদক পাচ্ছেন বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। সমাজসেবামূলক কর্মকাণ্ডে (বিশেষত মুক্তিযোদ্ধা ও সমাজসেবায়) গুরুত্বপূর্ন অবদান রাখায় স্বর্ণ পদক পাচ্ছেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, আগামী ১৩ মার্চ কলকাতার প্রেসক্লাবে সৈয়দ মহসিন আলীকে স্বর্ণ পদক প্রদাণ করা হবে ‘হ্যালো কলকাতা’ ও ‘আচার্য্য দীনেশ চন্দ্র সেন রিসার্স সোসাইটি’-র উদ্যোগে।
বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন সমাজকল্যাণমন্ত্রী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চ্যাটার্জি। এরপর শুক্রবার স্বর্ণ পদক গ্রহণ করে দেশে ফিরবেন তিনি।