কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত যুবতীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৫ ইং, ৫:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৫৪ বার পঠিত
নিউজ ডেক্স::মৌলভীবাজারের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন থেকে নেভী বেগম (১৯) এর যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত ৯টার দিকে জগন্নাথপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নেভী বেগম ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ইমান আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় নেভী বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল আলম খান জানান, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।