কানাইঘাটে হাওর থেকে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৫ ইং, ১১:০২ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৪৭ বার পঠিত
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণগ্রাম সংলগ্ন হাওর এলাকার একটি কেয়া বনে শক্তিশালী এসব বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়া যায়। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে তল্লাশি চালানো। এসময় পলিথিনে মোড়ানো আটটি ডেটোনেটর ও আটটি নিওজেল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলে সিলেট উত্তর সার্কেলের সিনিয়র এএসপি মহি উদ্দিন মাহমুদ সোহেল রাতে কানাইঘাটে যান।প্রাথমিকভাবে সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আখতার হোসেন উদ্ধার করা শক্তিশালী বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করেন।
এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য বিশেষজ্ঞ কাউকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন। ডেটোনেটর ও নিওজেল-৯০ বিরস্ফারক দ্রব্যগুলো ভারতীয় আমিন এক্সফ্লুসিভ প্রাইভেট লিমিটেডের তৈরি।
ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ও এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এগুলো আনতে পারে। উদ্ধার হওয়া এসব বিস্ফোরক থানা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান।