কোন অপশক্তিই সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না –শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৫ ইং, ৮:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, কোন অপশক্তিই সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মাটি ও মানুষের উন্নয়ন চলবে। আওয়ামী লীগ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে না বলেই সাধারণ মানুষ বার বার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার হচ্ছে এদেশের গরীব-দুঃখী, মেহনতি-বঞ্চিত মানুষের সরকার। তিনি আরো বলেন, নিজের সন্ত্রাসী আর জঙ্গি বাহিনী দিয়ে এদেশের গরীব মানুষগুলোকে পেট্টোল বোমা দিয়ে পুড়িয়ে মারছেন আর অন্যদিকে নিজেই অবরোদ্ধ হয়ে আছেন সন্ত্রাসী আর জঙ্গির রাণী বেগম খালেদা জিয়া। নিজেকে (খালেদা) আর ছেলেকে (তারেক) দূর্নীতি মামলা ও ৭১’র রাজাকারদের ফাঁসী থেকে বাঁচানোর জন্য খালেদা জিয়া এদেশের সাধারণ মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন।
তিনি মঙ্গলবার বিলেকে বিশ্বনাথে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রদান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এর ফলে নতুন করে উপজেলার আরো ৪৪৭টি পরিবারের সদস্যরা পেলেন বিদ্যুৎ এর আলো। এগুলো হল-উপজেলার দৌলতপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ১৬টি পরিবার, সত্তিশ (উত্তর পাড়া) গ্রামের ১১৬টি পরিবার, চড়চন্ডি গ্রামের ৮৩টি পরিবার, দেওকলস ইউনিয়নের টিকেরবন্ধ, সৎপুর, পুরাণ সৎপুর, রোকনপুর, নাগেরকোনা গ্রামের ১৮৮টি পরিবার ও দশঘর ইউনিয়নের বরুনী (পশ্চিম অংশ) গ্রামের ৪৪টি পরিবার।
বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বাধন উপলক্ষে উপজেলার পৃথক পৃথক স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বী জমশেদ আলী, দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন মেম্বার এবং পরিচালনা করেন দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃ বিভাংশু গুণ বিভু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল জুনেদ ও নিশী কান্ত পাল।
এসব সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সহ সভাপতি সমছু মিয়া, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ শাখার এজিএম কম মাহমুদুল হাসান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরুফুল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন, খলিলুর রহমান মাস্টার, আবদুল মুকিদ মাস্টার, দিলোয়ার হোসেন রুপন, প্রবাসী আওয়ামী লীগ নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হক।
সভাগুলোতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, আকবর আলী মেম্বার, নূরুল ইসলাম, জাহেদ আহমদ তালুকদার, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আবদুল হেকিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দেব, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, তৈমুছ আলী, এনামুল হক, শাহীন আহমদ, দবির মিয়া, আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল প্রমুখ।