কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৫ ইং, ৫:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৬২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ নিউজ ডেক্স::সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ, ৪০ বোতাল ফেনসিডিল ও ২৩টি বিয়ার ক্যান জব্দ করেছে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপি। কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও এলাকা থেকে চোরাচালান ও মাদক প্রতিরোধ অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েক মো. জুলহাস হোসেন।
জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য দুই লাখ চল্লিশ হাজার সাতশ পঞ্চাশ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে। –