ক্যান্সার নিয়ে শাওনের গান
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৭:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১২১০ বার পঠিত
‘কিছু কিছু মানুষ আছে বীরের থেকেও বেশি, সংশপ্তকের মতো হাল ছাড়ে না, আমাদের প্রত্যয় আছে, আছে ভালোবাসা, ভয় নেই, সামনে চলো, অনাগত নতুন আশা’-এমন কথার গানটি লিখেছেন শাওন। কণ্ঠও দিয়েছেন। সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী শুভ্রদেব। তিনি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন।
শাওন বলেন, ‘গানটি বুধবার সোনারগাঁও একটি অনুষ্ঠানে আমি গেয়েছি। গান লেখা আমার কাজ না। আমার কাছে গান লেখাটা খুব কঠিন বলে মনে হয়েছে। তা ছাড়া আমি গান লিখতেও চাই না। জীবনে এই প্রথম কোনো গান লেখার অভিজ্ঞতা হলো। ক্যান্সারের মতো বিষয় নিয়ে গান লিখতে পেরে নিজের ভেতর অনেক ভালো লাগা কাজ করেছে।’
এ প্রসঙ্গে শাওন আরও বলেন, ‘ক্যান্সার আক্রান্তরা আমার কাছে যোদ্ধার চেয়ে কোনো অংশে কম নয়। মৃত্যুর সঙ্গে তাঁদের যুদ্ধ আমাকে প্রতিনিয়ত আলোড়িত করে। ক্যান্সারে আক্রান্ত স্বামীর পাশে থাকার ফলে আমি জানি, এই যুদ্ধটা সত্যিই অনেক কঠিন। কিছুদিন আগে যখন শুভ্রদেবের কাছ থেকে ক্যান্সার বিষয়ে গান লেখার প্রস্তাব পাই, শুরুতে ভাবনায় পড়ে যাই। শেষ পর্যন্ত তাঁর অনুরোধ উপেক্ষা করা সম্ভব হয়নি। ক্যান্সার যোদ্ধাদের নিয়ে আমার উপলব্ধিকে লিখে ফেলি।’