খালেদা জিয়া কোন ভাবেই যুদ্ধাপরাধীদেরকে রক্ষা করতে পারবেন না—শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৫ ইং, ৯:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, খালেদা জিয়া নিজে নিরাপদে বসে বসে পেট্টোল বোমা নিক্ষেপ করে এদেশের মানুষকে পুড়িয়ে মারাচ্ছেন। নষ্ঠ করাচ্ছেন মানুষের সম্পদ। চেষ্ঠা করছেন আমাদের ভবিষৎ প্রজন্মকে কিভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা যায়। তিনি এসব কিছু করছেন দূর্নীতি মামলা থেকে নিজেকে (খালেদা) ও তাঁর ছেলেকে (তারেক) এবং যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোয় পায়তারার অংশ হিসেবে। কিন্তু ৭১’র যুদ্ধাপরাধীদেরকে খালেদা জিয়া কোন ভাবেই রক্ষা করতে পারবেন না। এদেশের মাটিতে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলেই সকল দূর্নীতিবাজ-খুনী ও যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
তিনি সোমবার বিশ্বনাথে উপজেলার পীরেরবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নব-নির্বাচিত দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সহ সভাপতি সমছু মিয়া, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য কামরুজ্জামান সেবুল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাকুর মল্লিক, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, আওয়ামী লীগ নেতা আকবর আলী, নুনু মিয়া, বাবুল মিয়া, আলা উদ্দিন, সাজিদুর রহমান, আবদুল হাই, ছয়ফুর রহমান, লয়লু মিয়া, নুরুজ আলী, আবদুর রহমান, মাসুক মিয়া, সামছুল ইসলাম, লাল মিয়া, মঈন উদ্দিন, এখলাছুর রহমান,
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি তাজির আলী, যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ,
যুবলীগ নেতা আবুল কালাম জুয়েল, শাখাওয়াত হোসেন, জিয়াউর রহমান জিয়া, ইউসুফ আলী, নন্দ লাল বৈদ্য, শহীদুজ্জামান সেলন, ফারুক আহমদ, দবির মিয়া, আলমগীর হোসেন, কামরুল ইসলাম, দুলাল মিয়া,
সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, মাহমুদুল করিম মঞ্জুর, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল, ছাত্রলীগ নেতা গিয়াসুর রহমান, মুজিবুর রহমান মঞ্জু, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম সুজা, সাদেক মিয়া, এনামুল হক বিজয়, আবদুল মুকিদ, সেলিম আহমদ, রেদওয়ান করিম মাছুম, জাহাঙ্গীর আলম, রুবেল মিয়া, নাজিম উদ্দিন, জুনেদ আহমদ প্রমুখ।